বিনোদন

দশ বছর পূর্তিতে সাধুসঙ্গ

আজ থেকে দশ বছর আগে ইছামতি নদীর তীরে সিরাজদিখানের দোসর পাড়ায় যে ছোট্ট সাধুসঙ্গ শুরু হয়েছিল তা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই পরিচিত। শ্রোতা আর ভক্ত অনুরাগীদের ভালোবাসা নিয়ে লালন ফকিরের ভাবতত্ত্বে অনুপ্রাণীত সেই যাত্রার এবার দশ বছর পূর্তি হচ্ছে।

Advertisement

এ উপলক্ষে পদ্মহেম ধাম লালন সাঁই বটতলায় আয়োজন করা হয়েছে এক সাধুসঙ্গের। ১১ জুন বিকাল ৩টায় এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে পদ্মহেম ধামের আখড়া বাড়িতে। এখানে দেশের বিভিন্ন স্থানের সাধুগুরুরা লালন-বাণী পরিবেশন করবেন। আয়োজকরা জানান অনুষ্ঠান সূচিতে রয়েছে লালনগীতির আসর, আলোকচিত্র প্রদর্শনী, দেশি ফলসেবা গ্রহণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি।

সাধুসঙ্গে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিরাজদিখানের উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ, গানবাংলার চেয়ারম্যান কৌশিক হাসান তাপস, এবং সুইস বেকারির ম্যানেজিং ডিরেক্টর উলফত কাদের। 

এলএ/এসআরজে

Advertisement