পোস্টারে নিজের নামের বানান ভুল দেখে দুঃখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
Advertisement
আজ মঙ্গলবার সকালে তিনি সচিবালয়ের ৭ নম্বর ভবনের পূর্ব পাশের লিফট দিয়ে ওঠার সময় লিফট আসতে কিছুটা দেরি করছিল।
এ সময় ওবায়দুল কাদের লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন লিফটের জন্য। এরই ফাঁকে লিফটের ডান দিকের দেয়ালে সাঁটানো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের একটি পোস্টার দেখতে পান।
এ সময় তার সঙ্গে থাকা লোকজন ও কয়েকজন সাংবাদিককে দেখিয়ে বলেন, দেখো দেখো, আমার নামের বানান কী লিখেছে। ওদের এ প্রোগ্রামে তো যাওয়াই উচিত নয়।
Advertisement
ওবায়দুল কাদের বলেন, একজন মানুষের নামের বানান ভুল লিখলে খুব খারাপ লাগে। আমারও লাগছে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী পরিষদের উদ্যোগে শোকের মাস আগস্ট এবং তাদের কর্মসূচি সংক্রান্ত পোস্টার পুরো সচিবালয়ের বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে।
ওই পোস্টারে তাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদেরের নাম লেখা রয়েছে। তবে নামের বানান লেখা হয়েছে, ‘ওবায়েদুল’ কাদের।
এফএইচএস/এনএফ/পিআর
Advertisement