মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। পরে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ওয়েবসাইটটি। সোমবার এটি হ্যাকারদের কবলে পড়ে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ম্যালকম ফ্রস্টের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ওয়েবসাইটটিতে সেনাবাহিনী সম্পর্কে সাধারণ কিছু তথ্য ছিল; তবে সেনাবাহিনীর গোপনীয় বা স্পর্শকাতর কোনো তথ্য এতে ছিল না।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক `সিরিয়ান ইলেকট্রনিক আর্মি` নামের একটি গ্রুপ এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। মার্কিন বাহিনী কর্তৃক সিরিয়ায় আসাদ-বিরোধীদের প্রশিক্ষণ দেওয়ার নিন্দা জানিয়ে ওয়েবসাইটটিতে একটি বার্তা রেখে যায় হ্যাকাররা। তবে হ্যাকিংয়ের এ ঘটনায় চীনকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। বেইজিং অবশ্য এ ধরনের সন্দেহকে `দায়িত্বজ্ঞানহীন` কাজ বলে উড়িয়ে দিয়েছে। এর আগেও মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা এবারই প্রথম।বিএ/আরআইপি/এসআরজে
Advertisement