চিত্রনায়িকা পূর্ণিমা ফেসবুকে স্বীকৃতি পেলেন। তার অফিসিয়াল ফ্যান পেজটি গতকাল (সোমবার) ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফায়েড করে দিয়েছে। পূর্ণিমার ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে এ তথ্য জানানো হয়েছে। এখন ফেসবুকে পূর্ণিমার পেজের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।
Advertisement
ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। এরমধ্য দিয়ে ফেসবুকে পূর্ণিমা নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা বললেন, ‘আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ।’
মাস দেড়েক আগে পূর্ণিমা ফেসবুকের এই পেজটির যুক্ত হয়েছেন। তবে অনেক আগে থেকেই ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ আছে। তিনি এই পেজগুলো নিয়ে আতঙ্কিত ছিলেন। এখন নিজের আসল পেজটি ভেরিফায়েড হওয়ায় অনেকটাই নিশ্চিন্ত। বললেন, ‘সবাইকে অনুরোধ করছি, ফেসবুকে আমার ভুয়া অ্যাকাউন্টগুলো আপনারা এড়িয়ে চলুন।’
পূর্ণিমার ভেরিফায়েড পেজের ফলোয়ার সংখ্যা ২৯ হাজারের মতো। তিনি ছাড়াও রুপালি পর্দার শাকিব খান, অপু বিশ্বাস, মিম, আরেফিন শুভ প্রমুখ তারকাদের ভেরিফায়েড ফ্যানপেজ রয়েছে।
Advertisement
https://www.facebook.com/ActorPurnima/
এনই/এলএ