দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে স্মিথবাহিনী। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে টিম হোটেলে ফেরার সময় অসিদের বাস লক্ষ্য করে কে বা কারা ঢিল ছোড়ে। এতে বাসের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোন ক্ষতি হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান বিষয়টি নিশ্চিত করে বিসিবিকে জানিয়েছেন।
Advertisement
এক বিবৃতি টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান শন ক্যারোল এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই অভিহিত করেছেন। শন ক্যারোল বলেন, ‘প্রথম দিনের খেলা শেষে আমাদের দল হোটেলে ফেরার পথে এক ঢিলে টিম বাসের কাচের জানাল ফেটে যায়। তবে তাতে কেউ আহত হয়নি। আমরা যারা টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবিও তোলা হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানাতে না পারলেও বলেন হয়ত কোন ইটের টুকরো বা পাথড় ছোড়া হয়েছিল।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর পরই বাংলাদেশের নিরাপত্তা সংস্থা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা টিম হোটেল (রেডিসন ব্লু) থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে নিরাপত্তা বাড়ানোর পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।’
শন ক্যারোলের বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা আগে থেকেই বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। সোমবার টিম বাসে ঢিল ছোড়ার পর যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটাও আমাদের নজরে পড়েছে। আমরা তাতেও সন্তোষ প্রকাশ করছি।’
Advertisement
এমআর/জেআইএম