আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের ঈদুল আজহা আর রাজনীতি যেন এক হয়ে গেছে। আওয়ামী লীগের বর্তমান এমপি ও নির্বাচনে প্রার্থী হতে চান এমন সব নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, চা চক্র, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে ঈদ উদযাপন করছেন। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অনেক সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটারদের কাছে তাদের যেতে হয়নি। তাই আগামী নির্বাচনের আগেই প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের তুলে ধরছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। দলের প্রতি আস্থা রাখতে ভোটারদের আহ্বান জানিয়ে রাজনৈতিক নেতারা বক্তব্যও দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে।
Advertisement
গত জুলাইয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি জেলায় জেলায় পাঠানো হয়। সেখানে দলীয় নেতাদের উঠান বৈঠক করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী নেতারা ঈদে উঠান বৈঠক ও চা চক্র করেন। দলীয়প্রধান শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সংসদীয় বোর্ডের সভায় একাধিকবার বলেছিলেন, জনবিচ্ছিন কাউকে মনোনয়ন দেয়া হবে না।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ সংসদীয় আসন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ উদযাপন করেছেন। ঈদের নামাজের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ৩ সেপ্টেম্বর স্থানীয় একটি স্কুলে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগও করেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ঈদ করেছেন কুষ্টিয়ায়। নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
Advertisement
আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ঈদ করেছেন নিজ সংসদীয় আসন ফরিদপুরে। ঈদের দিন তিনি বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন। এর বাইরে এলাকার দুটি ইউনিয়নে চা চক্র করেন। আজ (সোমবার) আলফাডাঙ্গার ফলিয়ায় চন্দনা-বারাশিয়া নদীতে নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগও করেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরে ঈদ করেন। তিনি ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদের পরের দিন করেন উঠান বৈঠক।
আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোনা-৫ আসন থেকে আগামী নির্বাচনে অংশ নিতে চান। তিনি সেখানেই ঈদ করেন। ঈদের দিন নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদের দ্বিতীয় দিন নিজ বাড়িতে স্থানীয় নেতাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। তার ব্যক্তিগত সহকারী আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন পটুয়াখালী-১ থেকে নির্বাচনে অংশ নিতে চান। তিনি এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। এবার তিনি সেখানে ঈদ করেছেন।
Advertisement
ঈদের আগে পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহে নামাজপূর্ব এক শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। এছাড়া নিজ বাড়িতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, সাংবাদিক, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এর কযেকটা ছবি নিজের ফেসবুকে আপলোড করেন আফজাল হোসেন।
দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঈদ করেছেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের সাতকানিয়ায়। সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার ঈদের পরের দিন থেকে নরসিংদীর রায়পুরার মরজাল, তুলাতুলী, শ্রীরামপুর রেলগেট, রায়পুরা বাজার, রাজপ্রসাদ, মহেশপুর, সাপমারা, রামনগর ও নারায়ণপুরে নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এইউএ/এএইচ/এমএস