হরতাল অবরোধে নাশকতা ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকার সাভার উপজেলা পরিষদের বিএনপি পন্থি চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।বরখাস্তরা হলেন, চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন এবং ভাইস চেয়ারম্যানরা হলেন, দেওয়ান মঈদ উদ্দিন বিপ্লব ও মিলি আক্তার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানা গেছে।উপজেলা পরিষদ সুত্রে জানা গেছে, ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের পরে নানা ঘটনায় গাড়িতে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যাসহ বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়।গ্রেফতারের ভয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান গাঁ ঢাকা দিলে অচল হয়ে পড়ে সাভার উপজেলা পরিষদের কার্যক্রম। এ পরিস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।একই সঙ্গে উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দেওয়ান পারভেজ আহমেদকে।আল-মামুন/এসকেডি/আরআই
Advertisement