দেশজুড়ে

গাজীপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পবিত্র রমজানকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক যানজটমুক্ত রাখতে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় প্রদক্ষিণ করে ঢাকা-জয়দেবপুর সড়কে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এর আগে চান্দনা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, পরিবহন শ্রমিক নেতা সুলতান আহমেদ সরকার। এসময় গাজীপুর শহর আওয়ালামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশে পুলিশ সুপার বলেন, আসন্ন রোজা ও ঈদকে সামনে রেখে মহাসড়কগুলো যানজট মুক্ত রাখা হবে। বিশেষ করে জেলার অভ্যন্তরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফুটপাতে কোন দোকানপাট বসতে দেয়া হবে না। সড়ক-মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।                         মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

Advertisement