খেলাধুলা

সাব্বিরের পর মুশফিকের ফিফটি

পরপর পাঁচজন বাম হাতি ব্যাটসম্যানকে পেয়ে বাংলাদেশকে দারুণ চেপে ধরেছিল অস্ট্রেলিয়ান স্পিনাররা; কিন্তু ৬ ও ৭ নম্বরে যখন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে মুশফিক এবং সাব্বির উইকেটে নামলেন, তখন কমতে শুরু করলো অস্ট্রেলিযানদের দাপট। সাব্বির রহমান আর মুশফিকুর রহীমের দারুণ জুটিতে বিপর্যয় কাটিয়েও উঠেছে বাংলাদেশ।

Advertisement

এরই মধ্যে ওয়ানডে স্টাইলে খেলে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির রহমান। তার দেখাদেখি হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহীমও। যদিও তার হাফ সেঞ্চুরিটা একটু ধীরগতির। ১২৪ বলে পূরণ করেন ক্যারিয়ারের ১৮তম হাফ সেঞ্চুরি।

মুমিনুল হক আউট হওয়ার পরই মাঠে নামেন মুশফিক। এ সময় উইকেটে অপরপ্রান্তে ছিলেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে ৩২ রানের একটি মাঝারীমানের জুটি গড়ে তোলেন মুশফিক। এরপর অ্যাস্টন অ্যাগারের বলে সাকিব উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাত্র ২৪ রান করে।

এরপরই সাব্বির রহমানকে নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন মুশফিক। এরই মধ্যে পূরণ করে নেন হাফ সেঞ্চুরির ইনিংসও।

Advertisement

আইএইচএস/এমএস