তথ্যপ্রযুক্তি

ভাইবারে যুক্ত হল ভিডিও কল করার সুবিধা

স্মার্টফোনের জনপ্রিয় ভয়েস চ্যাটিং অ্যাপ ভাইবারে এবার ভিডিও কল করার সুবিধা যুক্ত হল। গতকাল অ্যাপটির হালনাগাদ সংস্করণ অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য উন্মুক্ত করা হয়।এছাড়া এর সর্বশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে কিউআর কোডের মাধ্যমে কন্টাক্ট শেয়ারিং সুবিধাও। ফলে খুব সহজে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই অন্যের কাছ থেকে প্রয়োজনীয় ফোন নাম্বার সংগ্রহ করা যাবে।তবে মোবাইল ম্যাসেজিং অ্যাপ হিসেবে ভাইবারের আগে ভিডিও কল করার সুবিধা চালু করে লাইন, উইচ্যাট এবং কাকাও।

Advertisement