মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত থেকে খোয়াজ আলী (৩০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে নিজের ক্ষেতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায়। খোয়াজ আলী দারিয়াপুর গ্রামের হাবেল শেখের ছেলে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সাথে যোগাযোগ করে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দারিয়াপুর বিওপি কমান্ডার । বিএসএফের হাতে আটক কৃষক খোয়াজ আলীর স্ত্রী শাহান আরা খাতুন জানান, সীমান্তের চাতরের মাঠে ধানক্ষেতে কাজ করার জন্য সকালে বাড়ি থেকে রওনা দেন খোয়াজ আলী। ক্ষেতে স্যালো ইঞ্জিন চালু করার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। বেধড়ক পেটাতে পেটাতে তাকে কাটাতারের বেড়ার ওপারে নিয়ে যায় তারা। মাঠের কৃষকরা এ খবর পরিবারকে দিলে পরিবারের পক্ষ থেকে দারিয়াপুর মুজিবনগর ক্যাম্পে জানানো হয়।বিজিবি দারিয়াপুর বিওপি কমান্ডার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।এসএস/এমএস
Advertisement