গণমাধ্যম

বিক্রি হয়ে গেলো ভেনিজুয়েলার শীর্ষ সংবাদপত্র

স্বাধীন সংবাদ মাধ্যমের ওপর ভেনিজুয়েলার সরকারের চাপের মুখে দেশটির সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ সংবাদপত্র এল ইউনির্ভাসাল বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ।কারাকাসভিত্তিক সংবাদপত্রটির এডিটর-ইন-চিফ এলিডাস রোজাস জানান, ১০৪ বছরের পুরোনো সংবাদপত্রটি স্প্যানিশ বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন।১৫ বছর আগে ভেনিজুয়েলায় সমাজতান্ত্রিক শাসন আসার পর দেশটিতে যখন নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল, তখনও এল ইউনিভার্সাল অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছিল। এছাড়া দেশটির সমাজতান্ত্রিক সরকারেরও তীব্র সমালোচনা করতো সংবাদপত্রটি।রোজাসের আশঙ্কা সদ্য বিক্রি হওয়া দেশটির অন্যান্য গণমাধ্যমের মতোই সম্পাদকীয় নীতি নমনীয় করার জন্য চাপ আসতে পারে সংবাদপত্রটির ওপর। তবে পত্রিকার সম্পাদকীয় নীতির স্বাধীনতার সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছেন তিনি।এর আগে, চলতি বছরের মে মাসে নিউজপ্রিন্ট সংকটের কারণে সংবাদপত্রটির পৃষ্টা সংখ্যা ২৪ থেকে কমিয়ে ১৬ তে নিয়ে আসা হয়। সংবাদপত্রটির সার্কুলেশনও কমে যায়।এছাড়া গত বছর নিউজপ্রিন্ট কেনার জন্য বিদেশি মুদ্রার অভাবে দেশটির বেশ কয়েকটি সংবাদপত্র বন্ধ হয়ে গেছে কিংবা কলেবরে ছোট হয়ে গেছে। ১১ বছর ধরে ভেনিজুয়েলার সরকার দেশটিতে বিদেশি মুদ্রার প্রদেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার পূর্বসূরী হুগো শ্যাভেজ নিজেদের সমালোচনা বন্ধের জন্য অনেক সংবাদপত্রকে জরিমানা করেছে কিংবা লাইসেন্স বাতিল করেছে। সূত্র : এপি

Advertisement