প্রবাস

আমিরাতে ঈদুল আজহা উদযাপিত

সংযুক্ত আরব আমিরাতে যথাযথ উৎসাহ ও উদ্দীপনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

Advertisement

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

তবে আমিরাতে ঈদের আমেজ বাংলাদেশের মতো পুরোপুরি না থাকলেও সবাই সাধ্যমত চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়াতে।

এবার ঈদে আমিরাতে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রাসহ প্রবাসীদের মধ্যে বেশিরভাগ গরু ও ছাগল কোরবানি দিয়েছেন। এদিকে, বাংলাদেশিরাসহ অন্যান্য প্রবাসীরা নিজেরাই ঈদের খাবার রান্না করে একে-অন্যের রুমে অতিথি হয়ে যান। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল হতে শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিসহ চারদিন ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য তিনদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

এসআর/এমএস