খেলাধুলা

মার্শাল আর্ট : শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়

জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে চলছে তিন দিন ব্যাপি বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ৪র্থ বেগম ফজিলাতুন নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে ১২-১৩ বছর বয়সি বালক কারাতে ইভেন্টে ব্যক্তিগত কাতায় স্বর্ণ জিতে নেয় শ্রীলংকার এ থিরু। রৌপ্য পেয়েছে চট্টগ্রামের তাসদিক হাবিব। ব্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রোটিয়া ডিএস ও নিলে ইমতিয়াজ।  বালক ১২-১৩ বছর বয়সি কারাতে কুমিতে ইভেন্টে স্বর্ণ জিতে নেই যুক্তরাষ্ট্রের প্রত্যায়া ডিএস চৌধুরী। রৌপ্য পেয়েছে বাংলাদেশের আফিফ আলম শাহ। ব্রোঞ্জ পেয়েছে  যুক্তরাষ্ট্রের নিলে ইমতিয়াজ। বালিকা ৬-৯ বছর বয়সি ৩০ কেজি প্লাস ওজন শ্রেনী কাতায় স্বর্ণ পেয়েছে শ্রীলংকার কালাথমি। রৌপ্য পেয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালীয়াত আর সিরাজ । ব্রোঞ্জ পেয়েছে ভারতের অমরা আলী সানজাল ও বাংলাদেশের ব্লাকবেল্ট একাডেমি। এদিকে সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রথম বারের মত আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১০০জন ছাত্রী যোগাসন প্রদর্শন করে।আরটি/এমআর/পিআর

Advertisement