বিনোদন

ঢাবির কেন্দ্রীয় মসজিদে আব্দুল জব্বারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের দ্বিতীয় জানাজার নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ২টায় জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

জানাজায় মরহুমের পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, সংস্কৃতি অঙ্গনের মানুষজন, বিভিন্ন রাজনৈতি ব্যাক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার পর তার লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে, সকাল ১০টায় বাংলাদেশ বেতারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় শিল্পী আবদুল জব্বারের মরদেহ। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

জননন্দিত শিল্পী আবদুল জব্বার অগণিত ভক্ত, অনুরাগী, সুহৃদদের শোকের সাগরে ভাসিয়ে গত বুধবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

এলএ