ভিন্ন আমেজের গান নিয়ে শিগগিরই বাজারে আসছে কণ্ঠশিল্পী কনক চাঁপার দুটি অ্যালবাম। দুটি অ্যালবামের মধ্যে একটিতে রয়েছে জাতীয় কবি কাজী নজরুলের ইসলামের হামদ-নাত ও অন্যটিতে রয়েছে মেলোডিয়াস আধুনিক গান।অ্যালবামটির সংগীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান এবং কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বুকল, হুমায়ুন কবীর, জুলফিকার রাসেল, খায়রুল আজম বাশার, এসআই শহীদ ও এমাদ জুয়েল।শিল্পী জানালেন, আধুনিক গানের নতুন অ্যালবামটির নাম ‘পদ্মপুকুর’। এছাড়া প্রথমবারের মতো কাজী নজরুল ইসলামের হামদ-নাতের অ্যালবামটির নাম এখনো ঠিক করা হয়নি।শিল্পী আরো বললেন, হামদ-নাতের অ্যালবামটি তিনি উৎসর্গ করবেন মমতাময়ী মা সমাজসেবক মোমেনা জাহানকে।অ্যালবাম দুটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। রমজান মাসের শুরুর দিকে হামদ-নাতের অ্যালবামটি এবং ঈদের সময় আধুনিক গানের অ্যালবামটির বাজারে আসবে বলে জানা গেছে।এলএ
Advertisement