খেলাধুলা

এই জয়ে সবারই অবদান আছে : সাকিব

তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। এ ম্যাচের জয়ের নায়ক তিনি। পরিসংখ্যান তা-ই বলছে। ম্যাচ সেরা পারফরমারের পুরস্কারটাও উঠেছে সাকিব আল হাসানের হাতে। কেউ কেউ এমনও বলছেন, সাকিবের একার নৈপুণ্যেই জিতেছে বাংলাদেশ!

Advertisement

কিন্তু যাকে নিয়ে এত কথা, যার প্রশংসায় অতিবড় সমালোচকের মুখেও তালা- সেই সাকিব কিন্তু তা মনে করেন না। সাকিবের মূল্যায়ন, এ ম্যাচ জেতা মোটেই সহজ ছিল না। এ সাফল্যে সবার অবদান আছে। ছোটখাটো কিছু ব্যক্তিগত পারফরম্যান্সও এমন বড় জয়ে ভূমিকা রাখে।

বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে সাকিব বলেন, ‘কাজটা সহজ ছিল না। অনেক কঠিন ছিল। আমি বলব তামিম অসাধারণ ব্যাটিং করেছে। এছাড়া ছোট ছোট অনেক অবদান ছিল, বিশেষ করে ব্যাটিংয়ে। এই উইকেটে রান করাটা অনেক কঠিন ছিল। তাই ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। দুই ইনিংসেই তামিমের সেঞ্চুরি হতে পারত, দুর্ভাগ্য ওর। মুশফিক ভাইয়ের অবদান, নাসিরের প্রথম ইনিংস, সাব্বিরের সেকেন্ড ইনিংস, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’

‘আমার মনে হয় তাইজুল ও মিরাজের কথাও বলতে হবে। খুব ভালো সাপোর্ট ছিল টেস্ট জেতার জন্য। হয়তো আমি এক সাইড থেকে পাঁচ উইকেট পেয়েছি, কিন্তু অন্যদিক থেকে ওদের উইকেট নিতেই হয়েছে। সেই দিকটাও কাভার করতে পেরেছি, আমাদের দিন শেষে এটা টিম গেম, সবার অবদানই আছে। কারোটা হয়তো একটু বেশি, কারোটা হয়তো একটু কম।’

Advertisement

টেস্ট শুরুর আগে অধিনায়ক মুশফিক বলেছিলেন, ‘তামিম ও সাকিবের ৫০ তম টেস্ট ম্যাচে আমরা তাদের সাফল্য উপহার দিতে চাই। এটা কি উল্টো হলো? সাকিব ও তামিম কি দলকে উপহার দিলেন? এ প্রশ্নও উঠল।

সাকিব হাসি মুখেই জবাব দিলেন, ‘নাহ, সবার অবদান বড় ছিল। ছোট ছোট অবদান অনেক সময় গুরুত্বপূর্ণ। একটা ক্যাচ মিস বা একটা রান সেভ করা। প্রতিটা জিনিসেরই ভূমিকা আছে। কেউ বেশি করবে, কেউ কম করবে। এভাবেই একটা দল রেজাল্ট পাবে।’

কথা উঠল আপনি তো বলেছিলেন অস্ট্রেলিয়াকে ২-০তে হারাবেন। সাকিব হেসে রসিকতা করলেন। তারপরও বললেন, ‘না, না। আমি ২-০তে জিতব বলিনি। বলেছি জেতা সম্ভব। সেটা এমনি এমনি বলিনি। গত দুই বছরের ধারাবাহিক সাফল্যের আলোকেই ওটা বলেছি। আমরা বিশ্বাস করি আমরা ঘরের মাটিতে যে কাউকে হারাতে পারি। সেটা করেও দেখিয়েছি। গত দুই বছরের পারফরম্যান্স থেকেই আমাদের মনে এই বিশ্বাস এসেছে। কেউ হয়তো আমাদের ওভাবে খেয়াল করেনি, কিন্তু আমরা চুপিসারেই নিজেদের কাজটা করেছি। ’

এআরবি/এনইউ/জেআইএম

Advertisement