জাতীয়

পারমাণবিক বর্জ্য : রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ

পারমাণবিক বর্জ্য ফেরত নেয়া সম্পর্কিত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে আজ (৩০ আগস্ট, বুধবার)। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি থেকে এই ঝুঁকিপূর্ণ পারমাণবিক বজ্য উৎসারিত হবে।

Advertisement

জানা গেছে, চুক্তিটি স্বাক্ষরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে বর্তমানে রাশিয়ার রাজধানীতে অবস্থান করছেন। তিইয়াফেস ওসমান এবং রাশিয়ার স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন রোসাটম’র মহাপরিচালক সার্গেই ক্রিয়েনকো এ চুক্তিতে স্বাক্ষর করবেন।

মন্ত্রী ইয়াফেস ওসমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের প্রতিনিধি দলের অপর দু’জন হলেন মন্ত্রণালয়ের সচিব এম আনোয়ার হোসেন ও রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. এম শওকত আকবর।

এর আগে রাশিয়া রূপপুরের বর্জ্য ফেরত নিতে চুক্তি স্বাক্ষরে সম্মতি প্রকাশ করে। মন্ত্রিসভা গত ৫ জুন এই বর্জ্য ফেরত নেয়া সম্পর্কিত একটি চুক্তির খসড়া অনুমোদন করে।

Advertisement

আরএস/আইআই