প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক অনেক ঘোষণা থাকলেও বাজারে তেমন প্রভাব পড়ছে না। বাজেট পরবর্তী প্রথম কার্যদিবসে রোববার সূচক ও লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুসারে সূচক বাড়েনি। দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। টাকার অংকে লেনদেনেও নেই গত কয়েক সপ্তাহের মত চাঙ্গাভাব। এ নিয়ে কিছুটা হতাশ বিনিয়োগকারীরা। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য বেশ কয়েকটি সুখবর রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- করমুক্ত লভ্যাংশের আয়ের সীমা বৃদ্ধি, কর্পোরেট করহার হ্রাস, আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়ার ক্ষেত্রে কর রেয়াত সুবিধা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে উৎস কর আদায় থেকে অব্যাহতি এবং ব্যাংক, বীমা কোম্পানি ব্যতিরেকে তালিকাভুক্ত কোম্পানির ১৫ শতাংশের কম লভ্যাংশের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ করারোপ। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থপিত অর্থবিলে এ সব প্রস্তাব রাখা হয়।এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, গত কয়েক বছরের চেয়ে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সবচেয়ে বেশি পুঁজিবাজার বান্ধব হয়েছে। তবে এর সুযোগ নিয়ে কোনো চক্র আগের মত কারসাজি না করতে পারে এ জন্য সতর্ক আছি। বাজার তার নিজস্ব গতিতে চলবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ওঠানামা প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেন শুরতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে সূচকের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ঘণ্টায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকায় লেনদেন হয়েছে ১৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭৬টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১ কোটি ৯৬ লাখ টাকার।এসআই/এআরএস/এমএস
Advertisement