আন্তর্জাতিক

কাশ্মীরের মন জয় করাই আমার লক্ষ্য: মোদি

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম কাশ্মীর সফরকালে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মোদির সফরের প্রতিবাদে কাশ্মীরে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। কাশ্মীরের স্বায়ত্তশাসন নিয়ন্ত্রণে মোদি সরকারের পরিকল্পনায় কাশ্মীরে ক্ষোভের সঞ্চার হয়েছে। মোদির সফরের প্রতিবাদে কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগরের অধিকাংশ স্কুল-কলেজ, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কট্টর হিন্দু জাতীয়তাবাদী মোদি শ্রীনগর থেকে ২৭০ কিলোমিটার দূরবর্তী কাতরা শহর সফর করেন। সেখানে তিনি একটি জনপ্রিয় হিন্দু মন্দিরের সঙ্গে ভারতের মূল রেলপথের সংযোগকারী একটি রেললাইন উদ্বোধন করেন। উধামপুর-কাতরা রেললাইন উদ্বোধন করে মোদি বলেন, এই রেললাইন কেবল এই রাজ্যের জন্য নয় বরং লাখো ভারতীয় যারা মাতা বৈষ্ণদেবীর মন্দির দেখতে আসবে তাদের সবার জন্য। মোদি বলেন, নতুন রেললাইনটি কাশ্মীর অঞ্চলের উন্নয়নের উৎসমুখ হিসেবে কাজ করবে। তিনি বলেন, কাশ্মীরের মানুষের মন জয় করাই আমার লক্ষ্য। এএফপিএদিকে মোদির কাশ্মীর আগমনের প্রাক্কালে নিরাপত্তামূলক পদক্ষেপের অংশ হিসেবে কয়েকজন শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি রাখা হয়েছে। এছাড়া নগরীর গোলযোগপ্রবণ পুরানো অংশে বেসামরিক নাগরিকদের চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ পুলিশ কর্মকর্তা।পাকিস্তান বলেছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাসনিম আসলাম এক ব্রিফিংয়ের সময় এ কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির প্রথম কাশ্মীর সফরের আগে এ মন্তব্য করল পাকিস্তান। অবশ্য, ইসলামাবাদের এ বক্তব্য তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি।বিতর্কিত অঞ্চল উল্লেখ করে তাসনিম বলেন, জম্মু ও কাশ্মীরকে তথাকথিত ভারতভুক্তির বিষয়টি মানে না পাকিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রায় ২০টি ইশতেহারে মাধ্যমে নিশ্চিত করা সত্ত্বেও জম্মু ও কাশ্মীরের মানুষ আজো তাদের আÍনিয়ন্ত্রণ অধিকার বাস্তবায়ন করতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।

Advertisement