খেলাধুলা

সাব্বির-মুশফিকের আউট দুর্ভাগ্যজনক : তামিম

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে অসি স্পিনারদের ঘূর্ণিতে শেষদিকে অনেকটা অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। লিওন-অ্যাগারের এমন ভয়াবহ স্পিন ঘূর্ণির বিরুদ্ধেও অসাধারণ একটা পার্টনারশিপ গড়েছিল মুশফিক-সাব্বির।

Advertisement

তারা দুজন মিলে ৪৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলছেন; কিন্তু দুজনই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। সাব্বিরের চেয়েও মুশফিকের আউটটি ছিল খুবই দুর্ভাগ্যজনক। সাব্বির শট খেললে সেই বল বোলার লিওনের হাতে লেগে সোজা স্ট্যাম্প ভেঙে দেয়। সে সময় মুশফিক ছিল নন স্ট্রাইক প্রান্তে। ক্রিজ ছেড়ে খানিকটা বেরিয়ে এসেছিলেন তিনি। লিওনের হাতে লেগে স্ট্যাম্প ভেঙে পড়ায় আউট হয়ে যান মুশফিক। ফলে দারুণ খেলতে থাকা একটি পার্টনারশিপের অপমৃত্যু হলো সেখানে।

মুশফিকের এমন হতাশজনক আউটে বাংলাদেশের ওপেনার তামিমও হতাশ হয়েছেন। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে তিনি বলেন, ‘মুশফিকের আউট নিয়ে কিছু বলার নাই আসলে। ও কি করবে? এটা ছিল পুরোপুরি দুর্ভাগ্যজনক।’

তবে সাব্বিরের আউটের পর রিভিউ না নেয়ায় হতাশ তামিম। তিনি বলেন, ‘সাব্বির কেন রিভিউ নিলো না- হয়তো এর উত্তর তার কাছেই আছে। হয়তো কনফিউজড ছিল গ্লাভসে লেগেছিল কি লাগেনি তা নিয়ে। প্রথম দিন মনে হয়েছে ওর ব্যাটে লাগে নাই কিন্তু দেখা গেছে লেগেছে। সুতরাং, আসলে কি হয়েছিল এটা বলা কঠিন।’

Advertisement

তবে মুশফিক-সাব্বির দারুণ খেলছিলেন বলেই ব্যক্তিগতভাবে মনে করেন তামিম। এই দু’জনের ব্যাটে ভরসাও খুঁজছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তার মতে, ‘যেভাবে মুশফিক আর সাব্বির ব্যাটিং করছিল, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছিলাম, আরও ২৫-৩০টা রান ওরা করে যেতে পারে, তাহলে ৩০০ রানের লিড হওয়ার চান্স থাকবে। ৩০০ রান এই উইকেটে অনেক বড়।’

তামিমের মতে মুশফিক-সাব্বিরের আউট দু’টো দূর্ভাগ্যজনক। তবে এখন তা নিয়ে না ভেবে আগামীকাল টাইট বোলিং করে প্রথম টেস্টটা নিজেদের করে নিতে চান এই ব্যাটসম্যান।

এমএএন/আইএইচএস/এমএস

Advertisement