কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টমটমসহ ২৩টি গাড়ি জব্দ করেছে। জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা সম্মুখ সড়ক থেকে এসব গাড়ি জব্দ করা হয়।
Advertisement
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান ও সায়মা হাসান এবং বিআরটিএ কক্সবাজার অফিসের মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার শহরে অবৈধ যান চলাচল বন্ধ ও যানজট নিরসনের লক্ষ্যে নিয়মিত অভিযানে সিডিউল রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার অভিযান শুরু করে জেলা প্রশাসন।
সকাল বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১৯টি ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), ৩টি সিএনজি এবং একটি মাহিন্দ্র জব্দ করা হয়।
Advertisement
নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান ও সায়মা হাসান বলেন, জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। যানজট নিরসনে লাইসেন্সহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/এএম/আইআই