দেশজুড়ে

বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছের চারা রোপণ

বজ্রপাত থেকে রক্ষার জন্য গাজীপুরের শ্রীপুরে এক হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সুজায়েত হোসেন।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল জলিল, দুর্যোগকালীন সময়ে প্রচণ্ড বজ্রপাতের আঘাতে বাংলাদেশের আশঙ্কাজনক কালে প্রাণহানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তাল গাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে বলে আমার বিশ্বাস। এছাড়া তাল গাছ এমনি একটি গাছ যা দীর্ঘ ১০০ বছর জীবিত থেকে মানুষের উপকার করে। এই গাছ থেকে যেমন ছায়া, জ্বালানি কাঠ ও রস পাওয়া যায় একইসঙ্গে তার কাঁচা ও পাকা ফল মানুষ ভোগ করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেহেনা আকতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বজ্রপাত থেকে রক্ষা পেতে শ্রীপুর উপজেলায় একযোগে ৮টি ইউনিয়নে এক হাজার তাল গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের চারার গুরুত্ব অপরিসীম।

Advertisement

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস