খেলাধুলা

মমিনুল হক উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার

উইজডেন ইন্ডিয়া ২০১৫ সালের জন্য সেরা ৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। একমাত্র বাংলাদেশি হিসেবে যেখানে স্থান পেয়েছেন মমিনুল হক। ২০১৪ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন ২৩ বছর বয়সী বাহাতি এ ব্যাটসম্যান।

Advertisement

 

উইজডেন ইন্ডিয়ার তালিকায় আসা অন্য ক্রিকেটাররা হলেন- ভারতের আজিঙ্কা রাহানে, ঋষি ধাওয়ান ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ, পাকিস্তানের উমর আকমল ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

 

Advertisement

নিজের এ অর্জনের বিষয়ে মুমিনুল বলেন, সব ক্রিকেটারই অ্যাওয়ার্ড পেলে খুশি হয়। আমিও খুব উচ্ছ্বসিত হয়েছি এ খবরটি শুনে। টেস্টে ভালো ক্রিকেট খেলায় আমি এটি অর্জন করেছি।

 

তিনি আরও বলেন, তবে আমি রেকর্ড বা স্বীকৃতিতে মনোসংযোগ হারাই না। আমার কাজ ভালো ক্রিকেট খেলা। আমি আমার এ কাজটা দীর্ঘদিন চালিয়ে যেতে চাই।

 

Advertisement

এর আগে ২০১৩ সালে উইজডেন ম্যাগাজিন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর হাসানকে। ২০১৪ সালে দেশের ক্রিকেটারদের মধ্যে এই সন্মান অর্জন করেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

 

এসএইচএস