চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটককৃত ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সী মশিউর রহমান এ আদেশ দেন। এর আগে শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংঘঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা আদালত সূত্রে জানা যায়, সহিংসতা সৃষ্টির অভিযোগে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় করা মামলায় ১১শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে পুলিশ ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হল ও শাহ আমানত হল থেকে দুই পক্ষের ১১জনকে গ্রেফতার করে। কনকর্ড গ্রুপের গ্রেফতারকৃতরা হলেন, চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক আনোয়ারুল আলম রকি, সদস্য সাজিদুর রহমান, ইতিহাস বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান শেষ বর্ষের শিক্ষার্থী রাহি ও ইতিহাস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল।একাকার গ্রুপের গ্রেফতারকৃতরা হলেন, চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-দপ্তর সম্পাদক ইমাদ আহমেদ সাহিল, উপ-পরিকল্পনা সম্পাদক রাজন ভৌমিক, বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ, ব্যবস্থাপনা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ, ইংরেজী বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আবু নাঈম ও পরিসংখ্যান ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নকিব।এসএস/আরআইপি
Advertisement