খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেটকে কেউ খাটো করতে পারে না : মোদি

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে ভারতসহ বিশ্বের আর কোন দেশ খাটো করে দেখতে পারে না।রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিক ও বিশিষ্টজনের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন নরেন্দ্র মোদি।তিনি বলেন, বাংলাদেশি নওজোয়ান সাকিব আল হাসান ক্রিকেটে যে বীরত্ব দেখিয়েছেন তা সত্যিই অবিস্মরণীয়। সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলের বাকি নওজোয়ানদের বীরত্বের কারণে বাংলাদেশের ক্রিকেটকে পৃথিবীর আর কোন দেশ খাটো করে দেখতে পারে না। মোদি আরও বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দেরিতে এসেছে। কিন্তু দেরিতে এলেও খুব কম সময়ের মধ্যে ক্রিকেটে খুব ভাল একটা অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে বিশ্বের সব পরাশক্তিকে হারিয়ে ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।এছাড়া মোদি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনের ছবিসহ একটি বিলবোর্ডে মেড ইন বাংলাদেশ লেখার প্রসঙ্গ টেনে বলেন, দেশপ্রেমের সর্বোচ্চ বহি:প্রকাশ এ বিলবোর্ড। বাংলাদেশ যে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ প্রদান করে সালমা খাতুনরা তার বাস্তব প্রমান। আমি বিশ্বাস করি এরা বাংলাদেশকে একদিন অনেক উপরে নিয়ে যাবে।এআরএস/এমআর/আরআই

Advertisement