খেলাধুলা

ঢাকা ভেন্যুর কাবাডি খেলা শুরু

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মিজান ফর্টিফাইড পাম অলিন আন্ত:জেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতার ঢাকা ভেন্যুর আঞ্চলিক পর্বের খেলা রোববার কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে। ঢাকা ভেন্যুতে ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল এবং বরগুনা জেলা অংশগ্রহন করছে।বিকাল ৩.৩০মিনিটে খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট কমিটির কো-চেয়ারম্যান জনাব মো: নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো: নজরুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।প্রথম খেলায় কুমিল্লা জেলা ৪টি লোনাসহ ৬২-৫১ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে পরাজিত করে, ২য় খেলায় বরিশাল জেলা ৪টি লোনাসহ ৮০-৭১ পয়েন্টে নরসিংদী জেলাকে পরাজিত করে।এছাড়া, পাবনা ভেন্যুতে রাজশাহী জেলা ২টি লোনাসহ ৩৪-১৩ পয়েন্টে পাবনা জেলাকে পরাজিত করে চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করে।আরটি/এমআর/আরআই

Advertisement