আন্তর্জাতিক

ভারতের নতুন প্রধান বিচারপতি দীপক মিশ্র

ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন দীপক মিশ্র। সোমবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

গত রোববার (২৭ অগস্ট) প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন জগদীশ সিংহ খেহর। আগামী ১৩ মাস অর্থাৎ ২০১৮ সালের ২ অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন দীপক মিশ্র। দীর্ঘদিন দিল্লি হাইকোর্টের শীর্ষ পদে ছিলেন বিচারপতি মিশ্র। নির্ভয়া-কাণ্ডের রায় দিয়েছিলেন তিনি।

২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র। ২০১৩ সালে মুম্বাই হামলার অন্যতম আসামি ইয়াকুব মেননের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছিলেন তিনিই। ১৯৯৩ সালের সেই ভয়াবহ মুম্বাই হামলায় মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। ইয়াকুবের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে বিচারপতি মিশ্রের মন্তব্য আজও স্মরণীয়। সেদিন তিনি বলেছিলেন, মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করা হাস্যকর অনুকরণ ছাড়া আর কিছুই নয়।

এআরএস/জেআইএম

Advertisement