সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে রাজশাহীর চারঘাট উপজেলায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বালাদিয়াড় গ্রামের তফেল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বালাদিয়াড় গ্রামের মুনসুর রহমানের ছেলে মোজাম্মেল হক (৫০), উকিল উদ্দিনের ছেলে মুকুল হোসেন (৩৮) এবং সোলাইমান উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪৫)।চারঘাটের নিমপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পলাশ জানান, গত দুই দিন ধরে তিনজন শ্রমিক উপজেলার পশ্চিম বালাদিয়াড় গ্রামের তফেল উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক পরিস্কারের কাজ করছিলেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে শ্রমিকরা সেপটিক ট্যাংকের মুখ খুললে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একজন ভেতরে পড়ে যায়। তাকে বাঁচাতে আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতর প্রবেশ করেন। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন জন মারা যান।চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তূজা জানান, নিহত শ্রমিকদের লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Advertisement