অর্থনীতি

খাতুনগঞ্জে পেঁয়াজের কেজি ২০ টাকা

দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম কমেছে ভারতীয় পেঁয়াজের। গতকাল রোববার থেকে খাতুনগঞ্জে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৪ টাকায়। এক সপ্তাহ আগে এখানে পেঁযাজের কেজি ছিল ৩৭ টাকা।

Advertisement

কোরবানির ঈদ সামনে রেখে সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে জানান তারা।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে গতকাল রোববার প্রতি কেজি পেঁয়াজ ২০-২৪ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৭-৪০ টাকা। সে হিসাবে সপ্তাহান্তে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে প্রায় অর্ধেক।

উল্লেখ্য, আগস্ট মাসের শুরুতে ভারতে বন্যার অজুহাতে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছিল। ভারত সরকারিভাবে দাম না বাড়ালেও সেই দেশের আড়তে দাম বাড়ায় দেশে আমদানি কমতে থাকে। এই সুযোগে দাম বেড়ে খাতুনগঞ্জের আড়তেই ভারতীয় পেঁয়াজ কেজি ৫০ টাকা বিক্রি হয়। এখন সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসায় পণ্যটির দাম কমেছে।

Advertisement

এআরএস/জেআইএম