অর্থনীতি

সোনালী ব্যাংকের কাছে ১০০ কোটি টাকা পায় শাহজালাল ব্যাংক

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ বলেছেন, ‘হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কাছে শাহজালাল ব্যাংক ১০০ কোটি টাকা পায়। অথচ তারা আমাদের এ অর্থ পরিশোধ করেনি।’ঢাকা অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকালে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি বলেন, ‘পাওনা টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েছি। সেখান থেকে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আমাকে আশ্বস্ত করেন সেপ্টেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করলে বাংলাদেশ ব্যাংকে ডেবিট করবে।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মহৎ উদ্দেশ্য নিয়ে ব্যাংকগুলো মানুষের উন্নয়নের বড় খাত শিক্ষায় সামাজিক দায়বদ্ধতামূলক বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম করছে। প্রত্যেক ব্যক্তি সম্পদের কিছু অংশ মানুষের কল্যাণে ব্যয় করলেই সেটা সিএসআর হয়। এটি একটি সামাজিক মানবিক কাজ। ১৮০৭ সালে হাজি মুহাম্মদ মহসিন এটি শুরু করে গেছেন।’

Advertisement