খেলাধুলা

সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের ফয়সাল ফাহিম

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিম। তিনি টুর্নামেন্টে হ্যাটট্রিকসহ ৭ গোল করেছেন। ৫টি গোল করে ফয়সাল আহমেদ ফাহিমের পর অবস্থান চ্যাম্পিয়ন হওয়া ভারতের বিক্রম প্রতাপ সিং।

Advertisement

বাংলাদেশের কিশোর ফয়সাল ৪ ম্যাচেই গোল করেছেন। প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে করেন হ্যাটট্রিক। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে তার গোল ছিল একটি। সেমিফাইনলে নেপালের বিপক্ষে জোড়া ও তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে একটি করে গোল করেছেন ফাহিম।

ফাহিমের ব্যক্তিগত এ অর্জন ছাড়াও টুর্নামেন্টে শিরোপা হারানো বাংলাদেশের দলীয় একটা অর্জনও আছে। টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আরআই/আইএইচএস/জেআইএম

Advertisement