জাতীয়

খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

Advertisement

রোববার এক শোকবার্তায় ক্রীড়াজগতে এ কৃতী ফুটবলারের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ফুটবল তথা ক্রীড়াঙ্গনের এক কিংবদন্তিকে হারাল, যে ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

শোকবাণীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক এ ফুটবলার রাজশাহী নগরীর সাগরপাড়ার একটি পুকুরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।

Advertisement

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ষাট ও সত্তরের দশকে ঢাকা লীগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই চিনত শামসু নামে।

তখনকার পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি। পাকিস্তান যুবদলের হয়ে ১৯৬৫ সালে রাশিয়াতেও গিয়েছিলেন খেলতে।

জেপি/জেডএ/জেআইএম

Advertisement