বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৪৬১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৪ হাজার ৮৮৭ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৮ হাজার ১৮ জন যাত্রী পরিবহন করেছে। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৭। শেষ পর্যন্ত ৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি।
হজ ফ্লাইট শুরু হয় ২৪ জুলাই। বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি রাষ্ট্রায়ত্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। হজ ফ্লাইট চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে।
আরএম/ওআর/জেআইএম
Advertisement