খেলাধুলা

আগামী বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর ঢাকায় ৪ থেকে ১৫ সেপ্টেম্বর। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এ বছর ডিসেম্বরে। ইন্ডিয়া সুপার লিগের (আইএসএল) কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে চলে গেছে পরের বছর। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর আগে চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারণ করেছিল আগামী বছর ১ থেকে ১২ মে। সাফের মার্কেটিং এজেন্ট লাগারদের স্পোর্টস মে মাসে এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী না হওয়ায় টুর্নামেন্ট পেছাল আরেক ধাপ।

মে মাসে এএফসি কাপের খেলা আছে। ওই সময় টুর্নামেন্ট হলে কোনো কোনো দেশ পূর্ণশক্তির দল নাও পাঠাতে পারে। তাতে টুর্নামেন্টের মান কিছুটা কমতে পারে আশঙ্কা করে মার্কেটিং এজেন্ট মে মাসের বিকল্প ভাবতে অনুরোধ করেছিল সাফকে। রমজান ও বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে সেপ্টেম্বরে।

আরআই/এনইউ/আরআইপি

Advertisement