খেলাধুলা

বিপদ বাড়িয়ে ফিরে গেলেন মিরাজ-নাসির

স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে মেহেদী হাসান মিরাজই ছিলেন শেষ ভরসা। মুশফিকুর রহীমের বিদায়ের পর নাসির হোসেনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মিরাজ। সপ্তম উইকেটে নাসির-মিরাজ মিলে দলের স্কোরশিটে জমা করেন ৪২ রান।

Advertisement

জমে ওঠা এই জুটি ভাঙেন নাথান লিওন। দুর্দান্ত এক ডেলিভারিতে মিরাজকে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি করান এই অসি স্পিনার। দলের বিপদ বাড়িয়ে মাত্র ১৮ রান করেই সাজঘরে ফেরেন মিরাজ।

মিরাজের পর বিদায় নিয়েছেন নাসির হোসেনও। দুই বছর পর টেস্ট দলে ফেরা এই অলরাউন্ডার করেছেন ২৩ রান। তার ৬১ বলের ইনিংসটি সাজানা ৩টি চারে। অ্যাস্টন আগারের বলে এলবিডব্লিউর আবেদনে প্রথমত সাড়া দেননি আম্পায়ার নাইজেল লং। কিন্তু অস্ট্রেলিয়া রিভিউ নিলে আউট হন নাসির।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। নাসির হোসেন ২৩ ও তাইজুল ইসলাম ৪ রানে ব্যাট করছেন।

Advertisement

বিস্তারিত আসছে...

এনইউ/জেআইএম