ধর্ম

এবার হজে অংশগ্রহণকারী শীর্ষ ১০ দেশ

এ বছর পবিত্র হজ পালনে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র নগরী মক্কায় মিলিত হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আবেদনের মাধ্যমে হজ সম্পাদনের অনুমতি নিতে হয়।

Advertisement

কোটা পদ্ধতি অনুসরণ করেই সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে হজ পালনেচ্ছুদের হজে আসতে হয়। আবেদন ব্যতীত এর বাইরে একাকী কেউ হজ সম্পাদনে আসতে পারে না।

সৌদি কর্তৃপক্ষ প্রতি বছর প্রত্যেক দেশের হজ পালনকারী প্রতি ১০ লাখ লোকের জন্য ১ হাজারটি স্থান নির্ধারণ করে।

একটি গ্রাফের মাধ্যমে এবার (২০১৭) হজে অংশগ্রহণকারী শীর্ষ ১০টি দেশকে দেখানো হয়েছে-

Advertisement

হজে সর্বাধিক অংশগ্রহণকারী শীর্ষ ১০ দেশ>> ইন্দোনেশিয়া- ২ লাখ ২১ হাজার।>> পাকিস্তান- ১ লাখ ৭৯ হাজার।>> ভারত- ১ লাখ ৭০ হাজার।>> বাংলাদেশ- ১ লাখ ২৭ হাজার ১৯৮।>> মিসর- ১ লাখ ০৮ হাজার।>> ইরান- ৮৬ হাজার ৫০০।>> নাইজেরিয়া- ৭৯ হাজার।>> তুর্কি- ৭৯ হাজার।>> আলজেরিয়া- ৩৬ হাজার এবং >> মরক্কো- ৩১ হাজার জন।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুযায়ী গতকাল (২৬ আগস্ট, শনিবার) পর্যন্ত মোট ১৫ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছে।

এদের মধ্যে আকাশ পথে এসেছেন ১৪ লাখ ৮৩ হাজার ৫২২। সড়ক পথে ৮৬ হাজার ১৪৯ এবং নদী পথে ১৪ হাজার ৫৯৮ জন হজযাত্রী পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন।

এমএমএস/আইআই

Advertisement