হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪২ পিস ভায়াগ্রা, স্বর্ণ ও মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার সকালে এসব উদ্ধার করা হয়েছে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, শাহজালাল থেকে আগত মো. মুন্না নামের এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি দেখে তার লাগেজে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৪৪২ টি ভাইগ্রা, ৩৫০ গ্রাম স্বর্ণ, ১৮ টি স্যামসাং মোবাইল হ্যান্ডসেট, ৫ কার্টন বেনসন সিগারেট এবং ৪ কেজি সীসার কাঁচামাল পাওয়া যায়। পরে তাকে আটক দেখানো হয়। মুন্নার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান উম্মে নাহিদা। এআর/এএইচ/পিআর
Advertisement