খেলাধুলা

মাইলফলকের ম্যাচে তামিমের ২৩তম ফিফটি

নিজের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল। মাইলফলকের ম্যাচে ২৩তম ফিফটির দেখা পেলেন বাংলাদেশ দলের সেরা এই ওপেনার।

Advertisement

প্রথম থেকে রয়েসয়ে খেলতে থাকা তামিম ব্যক্তিগত ৩৯ রানের সময় এসে হঠাৎ মারমুখী হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিওনকে ওভার বাউন্ডার আর বাউন্ডারি মেরে ৪৯ রানে পৌঁছে যান।

ঢাকা টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে ১০ রান জমা হতেই প্রথম সারির তিন ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। সেখান থেকে দলের হাল ধরলেন পঞ্চাশতম টেস্ট ম্যাচ খেলতে নামা তামিম-সাকিব।

তামিম প্রথম থেকে রয়েসয়ে খেললেও মারমুখী ছিলেন সাকিব। যেন টেস্ট নয় ওয়ানডে খেলতে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একের পর এক চার মেরেই যাচ্ছিলেন তিনি!

Advertisement

শেষ পর্যন্ত তামিম ১১৯ বলে ২৩তম অর্ধশতকটি তুলে নেন। আর অপর পাশে সাকিব ৬৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন। দুজনে ১১৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করে ঢাকা টেস্টের প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছে বাংলাদেশ।

এমএএন/এনইউ/পিআর