বিনোদন

ঈদের পরিবর্তনে ছয় উত্তরসূরী

বাংলাদেশ টেলিভিশনের ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ পরিবর্তনের জন্য এক সাথে ১টি গান গাইলেন সংগীতাঙ্গনের ৬ জন উত্তরসূরী। বাংলাদেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন, আলাউদ্দিনআলী, বশির আহমেদ, আব্দুল আলীম, প্রবাল চৌধুরী এবং ইয়াকুব আলী খানের সন্তান তারা।

Advertisement

ছয়জন হলেন বাঁধন, আলিফ আলাউদ্দিন, হুমায়রা বশির, নূরজাহান আলীম, রঞ্জন চৌধুরী এবং ইউসুফ আহমেদ খান। তাদের গাওয়া এই গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। ইতোমধ্যে বিটিভির মিলনায়তনে দর্শকউ পস্থিতিতে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তন প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। এলএ

Advertisement