খেলাধুলা

ত্রাণকর্তার ভূমিকায় সাকিব-তামিম

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব ও তামিমের ৫০তম টেস্ট জয় দিয়ে স্মরণীয় করে রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছিলেন মুশফিক। টেস্টে ফলাফল কি হবে তা হয়তো ম্যাচ শেষে জানা যাবে। তবে এর আগে সাকিব-তামিমই বাংলাদেশের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কঠিন বিপর্যয়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Advertisement

শেরে বাংলায় টস জিতে ব্যাট করতে নেমে হ্যাজেলউডকে চমৎকার বাউন্ডারি মেরে শুরু করা সৌম্য পরের ওভারেই কামিন্সের পেসে কিছুটা অস্বস্তিতে ছিলেন। ওভারের চতুর্থ বলে ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে ভাগ্যগুণে বাউন্ডারি পান সৌম্য। তবে পরের বলে ভাগ্য আর সহায় হয়নি। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে স্লিপে পিটার হ্যান্ডসকমের হাতে ধরা পড়েন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

নিজের পরের ওভারেই পরপর দুই বলে ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে সাজঘরে ফেরান কামিন্স। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো পারেননি ইমরুল। ব্যাটের নিচের কানায় লেগে আসা ক্যাচ গ্লাভসে জমান ম্যাথু ওয়েড। পরের বলে উইকেটররক্ষক ওয়েডকে সহজ ক্যাচ দেন সাব্বির। দুই জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

তবে এরপর দলের হাল পঞ্চাশতম টেস্ট খেলতে নামা সাকিব-তামিম। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ৮৬ রানের জুটি গড়েন তোলেন। তবে সাকিবের ব্যাটিং দেখে মনেই হয়নি টেস্ট খেলছেন। তিনি ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছিলেন। তবে ধৈর্যশীল ব্যাটিং করে যাচ্ছেন তামিম। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৬ রান। তামিমের সংগ্রহ ৯১ বলে ৩৩ আর সাকিবের ৬২ বলে ৪৮।

Advertisement

এমআর/পিআর