খেলাধুলা

‘কেউ তো আর ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না’

টেস্টে ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত আছে, ‘হাফ চান্সকে, ফুল চান্স করতে হবে।’ এর অর্থ ফিল্ডিং-এর সময় ক্যাচ উঠলে কিংবা রান আউটের সুযোগ ৫০ ভাগও যদি তৈরি হয়, তাহলে সেটাকে শতভাগে পরিণত করতে হবে। অথচ বাংলাদেশ দলের গত ১০০টি টেস্টে দেখা গেছে, বেশিরভাগ ম্যাচেই ছিল ফিল্ডিং মিসের মহড়া। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিককে ফিল্ডিং নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হল।

Advertisement

এ দিকটা যে ভাববার বিষয় তা মেনেই নিয়েছেন টেস্ট অধিনায়ক। তিনি বললেন, ‘এটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়; কিন্তু কেউ তো ইচ্ছা করে আর রান আউট মিস করে না বা ক্যাচ ছাড়ে না! টিম ম্যানেজমেন্টও এই নিশ্চয়তা দিয়ে কোনো খেলোয়াড়কে দলে নিতে পারবে না- যে কিনা সব শতভাগ ঠিক-ঠাক করবে। এগুলো খেলারই অংশ। তবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।’

একটি ফিল্ডিং মিস ম্যাচের কতটা পরিবর্তন এনে দিতে পারে তার উদাহরণ দিতে গিয়ে মুশফিক বলেন, ‘আপনারা ইংল্যান্ডের শেষ টেস্টেটা দেখেছেন, বেন স্টোকস ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছে। পরে সেঞ্চুরি করেছে। আমাদের চেষ্টা থাকবে সব কটা সুযোগ যেন কাজে লাগাতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার, টেস্টে যে দল বেশি সুযোগ কাজে লাগাতে পারবে তারাই এগিয়ে থাকবে। অবশ্য যে টেস্টগুলো আমরা জিতেছি, আপনারা দেখবেন বেশিরভাগ সুযোগ আমরা কাজে লাগিয়েছি। আশা করবো তার পূনরাবৃত্তি যেন আমরা করতে পারি।’

দলে কোন চোট সমস্যা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের টেস্ট দলপতি বলেন, ‘আমাদের দলে কোনো চোট সমস্যা নেই। ১৪ জনের সবাই ফিট আছে।’

Advertisement

আবহাওয়ার উপর নজর রেখে দল গঠনের কথাও বলেছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আবহাওয়া নিয়ে আগে থেকে ভবিষ্যদ্বানী করা খুব কঠিন। আমাদের কম্বিনেশনের কথা যদি বলেন, স্কোয়াডে তিনজন করে পেসার-স্পিনার আছে। আবহাওয়া, কন্ডিশন তো অবশ্যই মাথায় রাখতে হবে। সঙ্গে উইকেট আছে, প্রতিপক্ষের কতজন ডানহাতি-বাঁ-হাতি ব্যাটসম্যান আছে সব বিবেচনা করে আমাদের সঠিক কম্বিনেশন বের করে আনতে হবে। আশা করছি, এটা ঠিকভাবেই করতে পারবো এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা ভালো করতে পারবো।’

এমএএন/আইএইচএস/আরআইপি