বিনোদন

চলচ্চিত্রের দ্বন্দ্ব দূর করার কথা দিলেন আলমগীর

কিংবদন্তি নায়করাজ রাজ্জাক নেই। তার না থাকার শূন্যতা নিয়ে তাকে স্মরণ করছে স্বজন প্রিয়জনরা। দীর্ঘদিনের ভালোবাসা আর প্রিয় কাজের জায়গা এফডিসিতে নায়করাজ রাজ্জাক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্র পরিবার।

Advertisement

বাবার স্মরণসভায় এসে পুত্র বাপ্পারাজ অনেক অভিমানী কথা শোনালেন। তার বাবাকে নিয়ে কিছু ভুল ধারনার জবাবও দিলেন। এবং চলচ্চিত্রের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন এই অভিনেতা।

সেই আহ্বানের প্রেক্ষিতে নায়করাজকে নিয়ে বলতে গিয়ে আশ্বস্ত করলেন অভিনেতা আলমগীর। তিনি রাজ্জাককে বড়ো ভাইয়ের মতোন দেখতেন বলে জানালেন। এরপর তার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়াও চাইলেন।

এরপর বাপ্পারাজকে উদ্দেশ্য করে আলমগীর বলেন, ‘বাপ্পাকে বলছি, আমাদের চলচ্চিত্র পরিবার এক থাকবে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব হতে পারে এমনকি মারামারিও হতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি এই দ্বন্দ্ব যতো দ্রুত সম্ভব আমরা মিটমাট করবো।

Advertisement

এই চলচ্চিত্রকে নিয়ে রাজ্জাক ভাই যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। এটা কথা দিলাম।’

আজকের শোক সভা ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক কলাকুশলীরা।

এলএ

Advertisement