খেলাধুলা

র‌্যাংকিংও চিন্তায় আছে মুশফিকের

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্টের মাঠের লড়াই। মাঠের লড়াইয়ের আগে এখন চলছে শেষ সময়ের নানান হিসাব-নিকাশ। উইকেট কেমন হবে? টস জিতে ব্যাটিং নাকি ফিল্ডিং নিতে হবে? আবহাওয়া ঠিক তাহলে তো পাঁচ দিন নাকি বৃষ্টিতে ভেস্তে যাবে পুরো ম্যাচটিই? এসবের বাইরেও বাংলাদেশের সামনে রয়েছে আরও একটি বড় হিসাব। যদি সত্যিই বাংলাদেশ দল সিরিজটি ২-০ তে জিতে নিতে পারে তবে টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো আটে উঠে আসবে।

Advertisement

গত কয়েকদিন ধরেই বাংলাদেশের খেলোয়াড় ও কোচের মধ্যে ২-০ তে জেতার মতো একটা আত্মবিশ্বাসী মনোভাব রয়েছে। যার প্রতিফলন ঘটেছে নিয়মিত সংবাদ সম্মেলনেও। আজ মুশফিকুর রহীমও সংবাদ সম্মেলনে এমনই আভাস দিলেন। ২-০ তে সিরিজ জয়ের প্রসঙ্গে টেস্ট অধিনায়ক বলেন, ‘আপনি যদি খেয়াল করে দেখেন, গত আড়াই বছরে আমাদের যেমন ধারাবাহিক পারফর্ম ছিল, এটাই কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছে। বিশ্ব ক্রিকেট আমাদেরকে যেভাবে মূল্যায়ন করছে, এটা কিন্তু দুই-একটা ম্যাচ জেতার কারণে নয়। বরং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। এটা আমাদের আরও সামনে নিয়ে যেতে হবে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার আগে, হোম কন্ডিশনে কিন্তু আমরা ভালো করেছি। এর ধারাবাহিকতাটা যেন থাকে। যে রেজাল্টের কথা বললেন, সেটা সম্ভব।’

তবে ২-০ তে সিরিজ জয়ের জন্য কঠিন লড়াইয়ের কথাই বলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার মতে, ‘সে জন্য আমাদের অনেক কঠিনভাবে চেষ্টা করতে হবে। কারণ এমন একটা দলের সঙ্গে খেলছি, যারা শেষ পর্যন্ত লড়বে। অনেক দল আছে যারা সুযোগ নেই বুঝতে পারলে, ছেড়ে দেয়। কিন্তু এরা তা নয়। আমাদের সেভাবেই খেলতে হবে। ইনশাল্লাহ, মানসিকভাবে বা দক্ষতার দিক থেকে আমাদের দক্ষ অনেক ক্রিকেটার আছে।’

র‌্যাংকিংয়ে আটে উঠে আসার বিষয়টি মাথায় আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মুশি বলেন, ‘এটা তো ‘ব্যাক অব দ্য মাইন্ড’ সব সময় থাকে। সত্যি বলতে কি, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের খেলার সুযোগ হয়নি। এখন যদি আমরা তাদের বিপক্ষে ভালো খেলি, সেটা আমাদের জন্য ভালো হবে; এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিটি সেশন খুব ভালো খেলি, ফলাফল আমাদের পক্ষে আসবে, ইনশাল্লাহ!’

Advertisement

এদিকে অস্ট্রেলিয়া যদি বাংলাদেশের সাথে ম্যাচ দু'টি ড্র করে কিংবা ১-০ তে হেরে যায় তবে তারা নেমে যাবে পাঁচে। আর যদি ২-০ তে হেরে যায়, তবে নেমে যাবে ছয়ে। ফলে অস্ট্রেলিয়ার জন্য টেস্ট দু'টি সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান টেস্ট র‌্যাংকিং ও র‌্যাটিং:

ভারত (১২৫), দক্ষিণ আফ্রিকা(১১০), ইংল্যান্ড (১০৫), অস্ট্রেলিয়া (১০০), নিউজিল্যান্ড (৯৭), পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৯০), ওয়েস্ট ইন্ডিজ (৭৫), বাংলাদেশ (৬৯) ও জিম্বাবুয়ে (০)।

এমএএন/এনইউ/জেআইএম

Advertisement