সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের মানুষ নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। অনেকের ঘরবাড়ি এখনও পানির নিচে। আবার কারও কারও ফসল, গবাদিপশু ভেসে গেছে পানিতে। গতবারের মতো এবারও বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে জাগো নিউজ।
Advertisement
বন্যার্তদের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন ও বাঘাবাড়ী এতিমখানায় ক্ষতিগ্রস্ত ও অভাবী দুই হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে শাহজাদপুর উপজেলার অধিবাসী উম্মে কুলসুম বলেন, ‘বন্যার সময় কিছুই পাই নাই, আইজ পাইলাম। ত্রাণ পাইছি ভালো লাগছে। তবে আমরা স্থায়ী বাঁধ চাই। বন্যা যেন আর না আসে, সেই ব্যবস্থা চাই।’
এ সময় উপস্থিত ছিলেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ফিচার এডিটর আরিফুল ইসলাম আরমান, সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, জ্যেষ্ঠ প্রতিবেদক সায়েম সাবু, ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক, সহকারী ব্যবস্থাপক (বিপণন) ইফতেখার আহমেদ ও ফটো সাংবাদিক মাহবুব আলম।
Advertisement
এছাড়া আরো উপস্থিত ছিলেন কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও জাগো নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় ২৪ আগস্ট দিনাজপুর থেকে শুরু হয় জাগো নিউজের ত্রাণ বিতরণ কার্যক্রম। পর্যায়ক্রমে ত্রাণ দেয়া হয় লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায়।
উল্লেখ্য, গত বছরও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে জাগো নিউজ। দেশের ১১ জেলার (জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) বন্যার্তদের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেয়া হয়। শুধু বন্যার্তদের মাঝেই নয়, দেশের বিভিন্ন জায়গায় শীতার্তদের পাশেও দাঁড়িয়েছিল জাগো নিউজ।
এএসএস/এআরএস/এনএফ/জেআইএম
Advertisement