বিনোদন

জাতীয় কবির স্মরণে মেহের নেগার

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হতে যাচ্ছে ‌‘মেহের নেগার’ চলচ্চিত্রটি। অভিনেত্রী মৌসুমী পরিচালিত এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।

Advertisement

আগামীকাল ২৬ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে কবি নজরুল ইসলামের গল্প অবলম্বণে নির্মিত ছবিটি। এটি মৌসুমীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। আরও অভিনয় করেছেন মৌসুমীর ছোটবোন ইরিন জামান।

এছাড়াও দিনটি উপলক্ষে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মৌসুমী বড়ুয়ার উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘পথহারা পথিক’। ২৭ আগস্ট সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’। সকাল ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’, ফেরদৌস আরার অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জিল­ুর রহমান।

সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল ২টা পর্যন্ত প্রচার হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’, পরিচালনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে সাপ্তাহিক অনুষ্ঠান ‘সেরা গান’, পরিচালনা করবেন অনন্যা রুমা। রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নজরুলের কবিতা অবলম্বণে নির্মিত বিশেষ নাটক ‘রেশমি চুড়ি’, গীতালি হাসানের নাট্যরুপে নাটকটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু।

Advertisement

রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে শিল্পী ফেরদৌস আরার অংশগ্রহণে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘চন্দ্র মল্লিকা’, পরিচালনা করেছেন অনন্যা রুমা। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নয়ন ভরা জল’, উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।

এলএ