বিনোদন

ঈদের দিন থেকে শুরু হচ্ছে সুলতান সুলেমানের নতুন সিজন

বিশ্বজুড়ে সাড়া জাগানো বিদেশি ধারাবাহিক ‘সুলতান সুলমান’ বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এরইমধ্যে দীপ্ত টিভিতে বাংলা ডাবিং করা সিরিয়ালটির ৫টি সিজন প্রচার শেষ হয়েছে। বর্তমানে চলছে ৫ম সিজনের রিপিট।

Advertisement

আর আসছে কোরবানি ঈদের প্রথম দিন থেকেই প্রচার শুরু হচ্ছে ‘সুলতান সুলেমান’র নতুন সিজন অর্থাৎ ৬ষ্ঠ সিজনের। ঈদের প্রথম দিন ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রথম পর্ব। এরপর প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০টায় প্রচার হচ্ছে বিদেশি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’।

প্রায় সাতশত বছর ধরে তুরষ্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণ যুগছিল ‘সুলতান সুলেমান’র নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী পর্যন্ত। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাইহত্যা, সন্তানহত্যাএবং দাস প্রথার অন্তরালে কাহিনী নিয়ে র্নিমিত এই মেগা-সিরিয়াল।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রজ্ঞী হয়ে উঠার কাহিনী। এই সিজনে সুলতানের র্নিদেশে শাহাজাদা মুস্তাফাকে হত্যা করা হয়।

Advertisement

এলএ