পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে চলে গেলেন নায়করাজ রাজ্জাক। তার এই মৃত্যু সারাদেশে শোকের মিছিল দিয়ে গেছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের প্রাণে বেদনাবিধুর হয়ে বিঁধেছে নায়ক হারানোর যাতনা।
Advertisement
কিন্তু নেই মানে নেই নয়। নায়করাজ থেকে গেছেন বাংলা সিনেমাপ্রেমী সকল হৃদয়ে। আজ এফডিসিতে পা রেখে সেটাই উপলব্দি হলো নতুন করে। নায়করাজের স্মরণে আজ শনিবার সকাল ১১টা থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের জোট চলচ্চিত্র পরিবার।
প্রায় সময়ই দেখা যায় এফডিসিতে কোনো স্মরণ সভা বা মিলদা মাহফিল থাকে সেখানে উপস্থিতি থাকে খুবই কম। তারকা মুখগুলো তো প্রায় দেখাই যায় না। কিন্তু আজ সকাল ১০টা থেকেই চলচ্চিত্রের মানুষেরা আসতে শুরু করেন ‘চলচ্চিত্রের পিতা’ খ্যাত নায়ক রাজ্জাককে স্মরণ করতে। সবার চলনে বলনে, পোশাক-সজ্জায় শোকের দাগ। রাজ্জাককে নিয়ে তারা মেতে উঠেছেন নানা রকম আলোচনায়, স্মৃতিচারণে। এদের মধ্যমনি হয়ে রইলেন রাজ্জাকের প্রিয় তিন ভাই-বন্ধু অভিনেতা ফারুক, আলমগীর ও সোহেল রানা।
আর আছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, অভিনেত্রী রোজিনা, হল মালিক নেতা নওশাদ, বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার নবনির্বাচিত সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, পরিচালক নেতা বদিউল আলম খোকন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়ক বাপ্পীসহ আরও অনেকেই।
Advertisement
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন, আজ চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ওয়াসিম, জাভেদ, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বলেরও আসার কথা রয়েছে। দেখা মিলবে কবরী, ববিতা, সুচন্দা, চম্পা, মৌসুমী, শাবনূরের মতো তারকাদেরও। আর নায়করাজের পরিবার থেকে এসেছেন তার দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাট।
সবাইকে নিয়ে সকাল ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে শুরু হয়েছে নায়করাজের কর্মময় জীবনের ওপর আলোচনা। দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এফডিসি মসজিদে সকাল থেকে কোরআন খতম চলছে।
আর সবার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিতে নিশ্চয় উপস্থিত আছেন নায়করাজও। সবার আড়ালে থেকে হয়তো তিনি আবেগে চোখের জল মুছে মুছে ভাবছেন- ‘দেখা নীল আকাশের নিচে ফেলে আসা পীচঢালা পথে কতো ভালোবাসা আমি ফেলে এসেছি!
এলএ
Advertisement