আন্তর্জাতিক

ক্যামেরুনে হামলায় নিহত ১১, সন্দেহে বোকো হারাম

ক্যামেরুনে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার সীমান্তের কাছের একটি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। আল-জাজিরা।

Advertisement

গাকার নামে ওই গ্রামটিতে ৩০টি বাড়ি পুড়িয়েও দেয়া হয়েছে। বোকো হারাম বিভিন্ন সময়ে এই গ্রামটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে। ক্যামেরুনের সেনাবাহিনীর একজন কর্নেল নিহতের সংখ্যা ১১ বললেও একজন জেলা কর্মকর্তা অবশ্য বলেছেন, মোট ১৫ জন নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন, মাঝরাতে ওই হামলা চালানো হয়। ঘটনার পর অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পার্শ্ববর্তী কলোফোতার মেয়র হামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও তিনি বলছেন, মৃতের সংখ্যার বিষয়ে তার ধারণা নেই।

Advertisement

‘খিলাফত’ প্রতিষ্ঠার চেষ্টায় থাকা বোকো হারামের কারণে গত ৮ বছরে প্রাণ গেছে ২০ হাজার মানুষের। এ ছাড়া ঘরছাড়া হয়েছেন ২৭ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার নাইজেরিয়ার বর্নে এই জঙ্গি গোষ্ঠীর হামলায় ৫ জন নিহত হয়েছেন।

এনএফ/এমএস

Advertisement