অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বড় আকাঙ্ক্ষা দেশ থেকে দারিদ্র বিমোচন করা। দেশের সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের বড় ধরনের অবদান রয়েছে।তিনি বলেন, পাশের অনেক দেশের তুলনায় বাংলাদেশ সামাজিক উন্নয়নের সূচকে অনেক এগিয়ে আছে। বাস্তবিক অর্থেই আমাদের দারিদ্র বিমোচন ও নিপীড়িত জনগণের সহযোগিতায় কাজ করতে হবে।শনিবার বিকেলে সিলেট নগরের তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক সম্মেলন কক্ষে সিলেট বিভাগে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থা এবং ব্যাংকসমূহের অংশগ্রহণে আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম বলেন, দারিদ্র বিমোচনে এদেশের এনজিওগুলো অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে। এজন্য দেশের দারিদ্রতা অনেকটা কমে গেছে। দেশের উৎপাদন অনেকাংশে বেড়েছে। যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম`র (সিডিএফ) উদ্যোগে ‘আঞ্চলিক উন্নয়নে ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র উদ্যোগঃ ব্যাংক-ক্ষুদ্রঋণ সংস্থা অংশীদারিত্ব’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক ও সিলেটের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধুরী।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম। সিডিএফ`র নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন ও মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর উপমহাব্যবস্থাপক মো. শাখাওয়াৎ হোসেন ভুঁইয়া। ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
Advertisement